Kolkata Fatafat (File Image)

Kolkata FF Fatafat Today Result: মঙ্গলবার, ২২ এপ্রিল কলকাতা ফাটাফাট (Kolkata Fatafat) লটারির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিদিনের মতো, খেলাটি আজও আটটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। শহর জুড়ে খেলোয়াড়রা তাঁদের ভাগ্য বদল হল কিনা দেখার জন্য অধীর আগ্রহে থাকেন।এই  www.kolkataff.com  ওয়েবসাইটে দেখে নিন আজ আপনার ভাগ্য কি আছে।

২২ এপ্রিল, ২০২৫ তারিখের কলকাতা ফাটাফাট ফলাফলের চার্ট

১ম বাজি সকাল ১০:০৩

২য় বাজি সকাল ১১:৩৩

৩য় বাজি দুপুর ০১:০৩

৪র্থ বাজি দুপুর ০২:৩৩

৫ম বাজি বিকাল ০৪:০৩

৬ষ্ঠ বাজি বিকাল ৫:৩৩

৭ম বাজি সন্ধ্যা ০৭:০৩

8ম বাজি রাত ০৮:৩৩

কলকাতা ফাটাফাট হল কলকাতায় অবস্থিত একটি লটারি-ধাঁচের খেলা। এটি ঐতিহ্যবাহী সত্তা মটকার মতোই একটি ফর্ম্যাটে পরিচালিত হয়। কলকাতা এফএফ লটারি হল ভাগ্যের খেলা। জয় নিশ্চিত করার জন্য কোনও নিশ্চিত পদ্ধতি বা কৌশল নেই। আরও পড়ুন : Jannat Toha saree look: জন্নাত তোহা ভোজপুরি গানে কোমর দুলিয়ে মন জয় করে নিলেন নেটিজেনদের

সতর্কবার্তা

আর্থিক ঝুঁকি এবং জুয়া খেলার সঙ্গে সম্পর্কিত আইন গুলির কথা মনে করিয়ে দিয়ে লেটেস্টলি মিডিয়ার তরফ থেকে এই খেলায় অংশগ্রহণকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সচেতন থেকে এই খেলায় অংশগ্রহণ করুন।