নয়াদিল্লিঃ আরএসএস (RSS)শাখার ভিতর লাগাতার ধর্ষণের (Rape) শিকার। সেই ট্রমা থেকেই শেষমেশ আত্মঘাতী কেরলেত তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁর নাম আনন্দু আজি। বয়স মাত্র ২৬। ইনস্টাগ্রামে পোস্ট শিডিউল করে আত্মহত্যা যুবকের। ওই পোস্টে আরএসএসের বরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। জানা গিয়েছে, ওই যুবক কোট্টায়ামের থামাপালাক্কড়ের বাসিন্দা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, "প্রেমিকা নন, পারিবারিক অশান্তি নয়, আর্থিক সমস্যাও নয়। আমার মৃত্যুর জন্য দায়ী মানসিক অসুস্থতা।" তাঁর বক্তব্য, তাঁর বাবা তাঁকে ছেলেবেলায় আরএসএস শাখায় ভর্তি করেছিলেন। সেখানে ৩-৪ বছর বয়স থেকেই যৌন নির্যাতনের শিকার হন তিনি। তাঁকে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ কাউকে কিছু না বলতে পারলেও এই যৌন নিগ্রহ মানসিকভাবে তাঁকে আঘাত করতে থাকে। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নেন তিনি। শুধু তাঁকে নয়, অন্য শিশুদেরও একইভাবে যৌন নির্যাতন করা হত বলে অভিযোগ। সবশেষে মৃত্যুর আগে ইনস্টাগ্রামের পোস্টে ভর্তি না করার পরামর্শ দেন তিনি।
আরএসএস শাখায় ছেলেবেলা থেকে যৌন নিগ্রহের শিকার, শেষমেশ আত্মঘাতী ২৬ বছরের যুবক
Kerala IT professional’s suicide note alleged sexual & physical abuse in RSS camps, sparks row https://t.co/W5jWizG6YE
— VIZHPUNEET (@vizhpuneet) October 13, 2025