নয়াদিল্লিঃ অন্য পুরুষদের (Men) সঙ্গে কীসের কথা(Talk)? রাগে নাবালিকা স্ত্রীকে খুন (Murder) স্বামীর(Husband)। ইতিমধ্যেই খুনের দায়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরে। অভিযুক্তের নাম জয়রাম মুর্মু। বয়স ২০। স্থানীয় সূত্রে খবর, দু'বছর আগে সোনিয়া নামে এক নাবালিকার সঙ্গে বিয়ে হয় জয়রামের। স্বামী জয়রামের অভিযোগ, অন্য যুবকদের সঙ্গে কথা বলত সোনিয়া। স্ত্রী পর-পুরুষদের সঙ্গে মেলামেশা পছন্দ করত না জয়রাম। আর তাই স্ত্রী গলা কেটে তাকে খুন করে সে।
রাগের বশে স্ত্রীর গলা কেটে খুন, গ্রেফতার স্বামী
সোনিয়াকে খুন করার পর দেহ একটি বস্তায় ভরে ফেলে দেন জয়রাম। এমজিএম থানা এলাকায় একটি ড্রেনে ফেলে দেওয়া হয় বস্তা ভর্তি দেহ। মঙ্গলবার ওই ড্রেন থেকে উদ্ধার হয় সোনিয়ার দেহ। হাত, পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় দেহটি। তদন্তে নেমে জয়রামকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করে জয়রাম। পুলিশকে সে জানায়, এলাকার কিছু যুবকের সঙ্গে কথা বলত স্ত্রী। সোনিয়ার এই আচরণ একেবারেই পছন্দ ছিল না তার, তাই স্ত্রীকে খুনের পরিকল্পনা করে সে।
পরপুরুষের সঙ্গে কীসের কথা? রাগে স্ত্রীর গলা কেটে খুন স্বামীর
🚨 🚨 #BreakingNews Jharkhand Man, 20, Slits Teen Wife's Throat For Chatting With Men: Cops https://t.co/Cf7lTslTD3
The Jharkhand Police on Tuesday arrested a 20-year-old man who was accused of killing his teenage wife by slitting her throat as he did not like her talking to …
— Instant News ™ (@InstaBharat) July 15, 2025