Horrific Accident: তামিলনাড়ুতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত ১ জন, দেখুন সিসিটিভি ফুটেজ
Horrific Accident (Photo Credit: X)

তামিলনাড়ুর কাঞ্চিপুরমে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দ্রুতগামী এসইউভি (SUV) ও টু-হুইলারের (Two-Wheeler) মধ্যে সংঘর্ষে ৪৪-বছর-বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আর একজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজটি সসা; মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এসইউভি গাড়িটি টু-হুইলারটিকে প্রায় ৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh Accident: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, গাড়ি উলটে পরিবারের ৬ সদস্যের মৃত্যু

দেখুন

এই দুর্ঘটনায় বালামুরুগান এবং রমেশক নামের দুই বুক্তি গুরুতর জখম হন, স্থানীয়রা তারদের গুরুতর জখম অবস্থায় কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বালামুরুগানকে মৃত ঘোষণা করেন, রমেশের চিকিৎসা চলছে।