
নয়াদিল্লিঃ ভারতে (India) বেড়াতে এসে ধর্ষণের (Rape)শিকার ফরাসি মহিলা। ইভেন্ট ম্যানেজমেন্ট (Event Management) সংস্থার এক কর্মীর বিরুদ্ধে ধর্ষণের (Rape) অভিযোগ দায়ের করেছেন ওই পর্যটক। গত ২২ জুন ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। পরের দিন অর্থাৎ ২৩ জুন পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। জানা গিয়েছে, গত ২২ জুন দিল্লি থেকে রাজস্থানের উদয়পুরে বেড়াতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকজন বান্ধবী। উদয়পুর পৌঁছে অম্বামাতা এলাকার একটি হোটেলে ওঠেন তাঁরা। রাতে টাইগার হিলের একটি ক্যাফেতে যান তাঁরা। সেখানেই অভিযুক্তর সঙ্গে আলাপ। নির্যাতিতার অভিযোগ, সেখানে যখন নৈশভোজে ব্যস্ত তাঁর সঙ্গীরা তখন তাঁদের টেবলে এসে তাঁর সঙ্গে আলাপ করে ওই যুবক। পরে ধূমপানের জন্য মহিলাকে ক্যাফের বাইরে নিয়ে যায় যুবক।
উদয়পুরে ধর্ষণের শিকার ফরাসি মহিলা, শুরু তদন্ত
এরপর উদয়পুর ঘুরে দেখানোর অছিলায় তাঁকে গাড়িতে তুলে নেয় সে। মহিলার অভিযোগ, ওই যুবকের মতলব ঠিক না দেখে তাঁকে হোটেলে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন নির্যাতিতা। কিন্তু সে কথায় কান না দিয়ে ফরাসি মহিলাকে নিয়ে সোজা একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে গিয়ে ওঠে সে। সেখানেই মহিলাকে ধর্ষণ করে ওই যুবক। পরে কোনওরকমে হোটেলে ফেরেন ওই মহিলা। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেন তাঁর বন্ধুরা। এরপরই উদয়পুর পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। পলাতক অভিযুক্ত। অন্যদিকে নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।
ভারতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ফরাসি মহিলা, পলাতক অভিযুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী
French Tourist Raped in Udaipur, India.
A 30-year-old French woman was allegedly raped following a party in Udaipur, Rajasthan. pic.twitter.com/xFc283GOaG
— 𝒟𝓇. 𝒜𝓁𝒷𝑒𝓇𝓉 𝒮𝒶𝓂 💙 (@AlbertSam786069) June 25, 2025