নয়াদিল্লিঃ পঞ্জাবের (Punjab) প্রভাবশালী পরিবারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উঠে এল প্রাক্তন পুলিশ ডিরেক্টর জেনারেলের নাম। বৌমার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরেই খুন ছেলে এমনটাই অনুমান।জানা গিয়েছে, মৃতের নাম আকিল আখতার। বয়স ৩৫। ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তিনি পঞ্জাবের প্রাক্তন ডিজিপি মহম্মদ মুস্তাফার ছেলে ছিলেন। এই ঘটনায় প্রাক্তন পুলিশ কর্তা, তার স্ত্রী রাজিয়া সুলতানা, মেয়ে ও বৌমার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ও ৬১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, বাড়ি থেকে উদ্ধার হয় আকিলের দেহ। মাদক সেবনের ফলে মৃত্যু বলে দাবি করে পরিবার। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকেই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন আকিল। ২০১৮ সালেই স্ত্রীর সঙ্গে বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন আকিল। তাঁকে আটকে রেখে জোর করে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁর উপর মানসিক নির্যাতন চালাত বাবা, মা এবং বোন। আকিলের ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে বহু তথ্য এসেছে পুলিশের হাতে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
ফাঁস প্রভাবশালী পরিবারের কীর্তি
पंजाब के पूर्व DGP मो. मुस्तफा पर बेटे की हत्या का केस दर्ज, बेटे की मौत मामले में फंसा पूरा परिवार#Punjab #DGP | #ZeeNews @pratyushkkhare pic.twitter.com/6YFmLTud5v
— Zee News (@ZeeNews) October 21, 2025