নয়াদিল্লিঃ ফের হোস্টেলে (Hostel) পড়ুয়ার মৃত্যু। হোস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার (Greater Noida) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সারদা ইউনিভার্সিটির এক বিটেক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে পুলিশের অনুমান। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। সেই নোটে শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মৃত ছাত্র।
হোস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম শিবম দে। বিহারের মধুবনীর বাসিন্দা তিনি। নয়ডার ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুইসাইড নোটে ক্তিগত কারণে আত্মহত্যার কথা লেখা রয়েছে। এই ঘটনায় কেউ দায়ী নয় বলেই দাবি শিবমের। শুধু তাই নয়, সুইসাইড নোটে শিবমের উল্লেখ, তিনি গত ২ বছর ধরে কোনও ক্লাস করছেন না। তাই ওই নোটে ফিজ়-বাবদ টাকা পরিবারকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ওই নোটের শেষে শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন শিবম। তিনি লিখেছেন, 'এই দেশ যদি বড় হতে চায়, তাহলে সবার আগে শিক্ষাব্যবস্থা ঠিক করতে হবে।' অন্যদিকে মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, শিবম যে বিগত ২ বছর ধরে কোনও ক্লাসে উপস্থিত থাকছে না তা বিশ্ববিদ্যালয়ের তরফে পরিবারকে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ, হোস্টেলের ঘরে আত্নঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
#WATCH | UP: Greater Noida ADCP Sudhir Kumar says, "On the night of August 15, 2025, a memo was received from Kailash Hospital stating that a student had committed suicide. Police immediately reached the spot and informed the victim's family. His body was sent for a postmortem.… pic.twitter.com/1rmJAVzOTi
— ANI (@ANI) August 16, 2025