ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রকাশ্য দিবালোকে নাবালিকাকে যৌন হেনস্থা(Sexual Assault Case)। খেলার অজুহাতে নাবালিকাকে কোলে বসিয়ে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও অধরা অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরের আপনা বাজার এলাকায়। গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাস্তায় একটি দোকানের সামনে নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে ওই বৃদ্ধ। স্থানীয় সূত্রে খবর, ওই রাস্তায় দল বেঁধে খেলছিল একদিল বাচ্চা। তাদের কাছে এসে খেলতে চাওয়ার অজুহাতে এই কাণ্ড ঘটায় ওই বৃদ্ধ। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। কোলে বসিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করতে দেখা যায় বৃদ্ধকে। বিষয়টি নজরে পড়ে নাবালিকার এক বন্ধুর। এরপর স্থানীয় এক তরুণকে গোটা ঘটনাটি জানালে তিনি গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন। ততক্ষণে পলাতক অভিযুক্ত। শ্লীলতাহানির ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশ্নের মুখে গুজরাটের নিরাপত্তা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ। রেকর্ড করা হয়েছে নির্যাতিতার বয়ান।

 খেলার অজুহাতে নাবালিকাকে যৌন হেনস্থা,সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল বৃদ্ধের কীর্তি