নয়াদিল্লিঃ পায়রাকে খাবার দেওয়ায় বিরোধিতা। আর তার জেরে বৃদ্ধ ও তাঁর মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কাশ্মিরিয়া থানার অন্তর্গত মিরা রোডে। জানা গিয়েছে, ওই এলাকার একটি আবাসিক কমপ্লেক্সের মধ্যে পায়রাকে খেতে দিচ্ছিলেন আশা ব্যাস নামে এক বৃদ্ধা। প্রতিবাদ জানান মহেন্দ্র প্যাটেল নামে এক আবাসিক। পায়রাকে খাবার দিতে নিষেধ করেন তিনি। এই নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হলে ওই ব্যক্তির উপর চড়াও হয় ওই আবাসনের অন্যান্য আবাসিকরা। বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন মহেন্দ্রর মেয়ে প্রেমাল। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে বাবা-মেয়েকে মারা হয় বলে অভিযোগ। এমনকী গলা টিপে শ্বাসরোধ করে তাঁদের মারার চেষ্টা করা হয় বলে দাবি আক্রান্ত বাবা-মেয়ের। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি পায়রাকে খাবার দেওয়া নিয়ে মহারাষ্ট্রজুড়ে বিতর্ক শুরু হয়েছে। পায়রাদের খাবার না দেওয়ার পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। বোম্বে হাইকোর্টের তরফে বৃহন্মুম্বই পুরসভাকে এই সংক্রান্ত নির্দেশিকাও দেওয়া হয়েছে। রাস্তায় পায়রাকে খাবার দিলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে আদালত।
পায়রাকে খাবার দেওয়া নিয়ে বচসা, আবাসিকদের গণপিটুনির শিকার বৃদ্ধ বাবা ও মেয়ে
मिरा रोड येथे कबुतरांना दाणे टाकण्यावरून वाद, वयोवृद्ध पिता व मुलीला मारहाण; चौघांविरुद्ध गुन्हा दाखलhttps://t.co/F1d1He64DZ < येथे वाचा सविस्तर वृत्त#Maharashtra #Mumbai #Miraroad #miraroadpigeon #Voilence pic.twitter.com/kubdUrkwim
— LoksattaLive (@LoksattaLive) August 5, 2025