Delhi Girl Murder Video (Photo Credits: Twitter)

নয়া দিল্লি, ২৯ মেঃ প্রেমিকের হাতে নৃশংস পরিণতি তরুণীর। উত্তর-পশ্চিম দিল্লির শাহবাদ ডায়রি এলাকায় যুবকের হাতে নাবালিকার খুনের দৃশ্য (Delhi Girl Murder Video) উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়। ছুরি দিয়ে কুপিয়ে নাবালিকা প্রেমিকাকে খুন করে যুবক। ছুরি দিয়ে কুপিয়েই শান্ত থাকেনি সে। নৃশংসতার সীমা লঙ্ঘন করে পাথরের চাঁই তুলে তা দিয়ে বারংবার তরুণীর নিথর দেহের উপর ছুঁড়ে মারতে থাকে।

একে পরের সঙ্গে সম্পর্কে থাকলেও অশান্তি ছিল তাঁদের নত্য সঙ্গী। আর সেই রাগের জেরেই প্রেমিকার হত্যা করার পদক্ষেপ নিল যুবক। খুনের ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে দুজনের মধ্যে তুমুল কথাকাটাকাটি হয়। এরপর রবিবার প্রেমিকাকে খুন।

রবিবার সন্ধ্যাবেলা বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণে যাচ্ছিলেন তরুণী। মাঝ রাস্তায় পথ আটকায় প্রেমিক। নির্জন রাস্তায় নিয়ে গিয়ে প্রথমে ছুরি দিয়ে আঘাত করে। জ্ঞান হারিয়ে মাটিয়ে লুকিয়ে পড়ে ১৬ বছরের ওই নাবালিকা। এরপর রাস্তার ধারে পড়ে থাকা একটা বড়সড় পাথরের চাঁই তুলে তা দিয়ে মারতে থাকেন প্রেমিকাকে। ঘটনার সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

মৃত নাবালিকার বাবা যুবকের বিরুদ্ধে থানায় খুনের মামলা রজু করেছে। অন্যদিকে অভিযুক্ত যুবক পলাতক। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে যুবকের তল্লাশি চালাছে দিল্লি পুলিশ (Delhi Police)।