নয়াদিল্লিঃ অজ্ঞাত পরিচয় যুবকের গাড়িতে লিফট নিয়ে বিপাকে নাবালিকা (Minor Girl)। চলন্ত গাড়িতে (Car)নাবালিকাকে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ উঠল ২৮ বছরের এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কাদুগরি এলাকায়। গত ২৪ মে রাস্তা দিয়ে একাই পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। তাঁর পথ আটকায় একটি গাড়ি। চালকের আসনে ছিল এক যুবক। নিজেকে নৃত্য শিক্ষক হিসেবে পরিচয় দেয় সে।
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ নৃত্য শিক্ষকের বিরুদ্ধে
এরপর গাড়িতে করে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় নাবালিকাকে। যুবকের প্রস্তাবে রাজি হয়ে গাড়িতে উঠে পড়েন নাবালিকা। গাড়ি চালাতে চালাতে নিজের পেশা নিয়ে এক কথা দু'কথা বলার পরই জোর করে নাবালিকার শরীর স্পর্শ করতে থাকে ওই যুবক। তাকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে নাবালিকা। দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর যে জায়গা থেকে নাবালিকাকে গাড়িতে তোলা হয় সেখানেই ছেড়ে দেয় অভিযুক্ত। পুলিশের দ্বারস্থ হয় নাবালিকা। তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের নাম ভারতী কান্নান। পেশায় নৃত্য শিক্ষক। নাবালিকার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
চলন্ত গাড়িতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার নৃত্য শিক্ষক
Bengaluru Dance Teacher Arrested For Sexually Assaulting Minor Girl In Carhttps://t.co/DAazwMYKzJ pic.twitter.com/kohpG8UKj5
— NDTV (@ndtv) May 29, 2025