নয়াদিল্লিঃ টানা কয়েকদিন ধরেই ওঠানামা করছে সোনার দাম(Gold Price)। ১ লক্ষের গণ্ডি পেরিয়েছে পাকা সোনার দাম। বৃহস্পতিতেও অব্যাহত সেই ধারা। মিলল না স্বস্তি। লক্ষ্মীবারেও আকাশ (Sky) ছোঁয়া সোনার দাম। জেনে নিন আজ ২৪ জুলাই কলকাতায় সোনার দাম কত হল। আজ, ২৪ জুলাই বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৪১০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৪১০০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৯০৩ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনা বেঁচতে গেলে দাম পাবেন ৯০১০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বেঁচতে গেলে দাম পাবেন ৯০,১০০ টাকা।
অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯০৩ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯০৩০ টাকা। আজ, কলকাতায় ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১,১৪,৫৭৩ টাকা।সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। বৃহস্পতিবার শহরে ১ কেজি রুপোর দাম হয়েছে ১,১৪,৫৭৩ টাকা।
লক্ষ্মীবারে বাড়ল না কমল সোনার দাম? গয়না কিনতে যাওয়ার আগে জেনে নিন ঝটপট
#GoldPriceToday | सोने-चांदी में मुनाफावसूली,अब क्या बनाएं निवेश रणनीतिhttps://t.co/yljv6AyNQo#goldprice #commoditymarket #gold #moneycontrol
— Moneycontrol Hindi (@MoneycontrolH) July 24, 2025