আজ থেকে শুরু হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি, বুধবার থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Board Exam 2023) তাঁদের দশম এবং দ্বাদশ শ্রেণীর থিওরি পরীক্ষা শুরু করল। দেশজুড়ে ৭,২৫০ টি পরীক্ষা কেন্দ্রে দুই শ্রেণী মিলিয়ে মোট ৩৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে।
সংশ্লিষ্ট বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে ২১ মার্চ। এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হবে ৫ এপ্রিল।
শুরু দশম ও দ্বাদশ শ্রেণীর CBSE Board Exam 2023:
#CBSE Class 10, 12 board exams 2023 begin today for over 38 lakh students at 7,250 test centres across the country and in 26 countries abroad.
Class 10 final exams will end on March 21 and Class 12 exams will continue till April 5.#CBSEBoardExam2023
— IANS (@ians_india) February 15, 2023