বেঙ্গালুরু: কর্নাটকের (karnata) রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) আয়োজিত SAFF ক্যাপ ম্যাচ চলাকানীয় তুমুল গণ্ডগোলে জড়ানেল ভারতীয় (India) ও পাকিস্তানের (Pakistan খেলোয়াড়ারা (Pal। খেলার হাফ টাইমের আগে এই গণ্ডগোল শুরু হয়।
ভারতের দুটি টিম যখন খেলছিলেন তখন আচমকা বেঙ্গালুরুর ( players) অধিয়ানক সুনীল ছেত্রীর দুটি গোল করে ১৬ মিনিটের মধ্যে দলকে এগিয়ে দেন। এরপর ভারতের কোচ ইগর সিস্টামিক পাকিস্তানের খেলোয়াড়দের থ্রো করার বলটি হাতে করে তুলে নেন। এর পরেই পাকিস্তানের কোচের সঙ্গে বিষয়টিকে নিয়ে কথা কাটাকাটি জড়িয়ে পরে দু কোচ। যার করা কারণে ভারতের কোচ লাল কার্ড ও পাকিস্তানেক কোচকে হলুদ কোর্ট দেখান ম্যাচ রেফারি। আরও পড়ুন: Rajasthan Shocker: কোচিং থেকে ফেরার পথে ধর্ষন করে হত্যা ২০ বছরের দলিত মহিলাকে, ঘটনা রাজস্থানের বিকানের এ
Fight Between India and Pakistan in football match 🔥🔥🔥🔥
Kuch bhi bolo, apna Igor Stimac hai dabang🤣🤣🤣#IndianFootball #PakistanFootball #INDvsPAK #SAFFChampionship pic.twitter.com/mRZ655iLVc
— ^•^ (@silly_fs) June 21, 2023