সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ এবার -কমার্স সংস্থা 'ব্লিঙ্কিট(Blinkit)'-এর ডেলিভারি (Delivery) বয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তরুণী ডেলিভারি দিতে এসে তাঁর শরীর স্পর্শ করেন ডেলিভারি বয়, এমনটাই অভিযোগ তরুণীর সোশ্যাল মিডিয়ায় ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করে বিচারের দাবি জানিয়েছেন অভিযোগকারিণী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে বরখাস্তের সিদ্ধান্ত ই-কমার্স সংস্থার

সোশ্যাল মিডিয়ায় ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়াত করে তরুণী লেখেন, "আজ ব্লিঙ্কিট থেকে একটি অর্ডার ডেলিভারি করতে এসে আমায় অশ্লীলভাবে স্পর্শ করেন ডেলিভারি বয় এই ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় দয়া করে কঠোর ব্যবস্থা নিন" ওই পোস্টে ই-কমার্স সংস্থা 'ব্লিঙ্কিট'-কে ট্যাগও করেন ওই তরুণী প্রথমে ওই সংস্থার তরফে ডেলিভারি বয়কে সতর্ক করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় পরে ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করতে গোটা ঘটনা খতিয়ে দেখে অভিযুক্তকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় 'ব্লিঙ্কিট' এরপর ই-কমার্স সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চাওয়া হয় ওই পোস্টে লেখে হয়, "এই অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত এই ঘটনা কতটা অস্বস্তিকর তা আমরা বুঝতে পারছি তবে নিশ্চিন্তে থাকুন আমাদের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বাড়তি প্রশ্ন না সহায়তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন"