অভিযুক্ত শিবকুমার (ছবিঃX)

নয়াদিল্লিঃ গভীর রাতে বন্ধুর (Friend) সঙ্গে দেখা করত গিয়ে বিপত্তি। অ্যাপ বাইক (App Bike) চালকের লালসার শিকার তরুণী। ধর্ষণের (Rape) পর তরুণীকে বাড়ি পৌঁছে দেয় অভিযুক্ত। ঘটনার ঘণ্টা খানেক পরই গ্রেফতার অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। সোমবার গভীর রাতে এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন ২২ বছরের এক তরুণী। শিবকুমার নামে এক ক্যাব বাইক চালকের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। পথে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর বাইকে চাপিয়ে নির্যাতিতাকে বাড়ি পৌঁছে দিয়ে যায় সে। ভোরের আলো ফুটতেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। এরপর তদন্তে নেমে মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তার মোটরসাইকেল। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গোটা ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ।

 মাঝরাতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে বিপত্তি!ক্যাব চালকের লালসার শিকার তরুণী