নয়াদিল্লিঃ প্রকাশ্যে দিবালোকে অপহরণ(Kidnap)। রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গেল দুই যুবক। মেয়েকে ফিরে না পেয়ে সপরিবারে আত্মহত্যার (Suicide) হুমকি কিশোরীর বাবা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপহরণের সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিহারে অপহরণের ঘটনা, উদ্ধার সিসিটিভি ফুটেজ
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙ্গায়। এদিন বাবার দোকান থেকে ফিরছিলেন ওই কিশোরী। রাস্তায় হিজবুল রহমান নামে এক যুবক তার বন্ধুর সঙ্গে মিলে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ। ওই ফুটেজে দেখা যাচ্ছে, এক শিশুর হাত ধরে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে ওই কিশোরী। আচমকা একটি বাইক তাদের পাশ চলে গেল। তার কিছুক্ষণের মধ্যে ফিরে এল বাইকটি। তা দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে কিশোরী। কিন্তু তাকে ধরে ফেলে অভিযুক্ত যুবক। কিশোরীকে রীতিমতো চ্যাংদোলা করে তুলে বাইকে বসিয়ে সেখান থেকে পালায় তারা। শিশুর চোখে সামনে গোটা ঘটনাটি ঘটে। এরপরই পুলিশের দ্বারস্থ হন অপহৃত কিশোরীর পরিবার। আলিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিশোরীর বাবার অভিযোগ, , অভিযুক্ত যুবক বেশ কিছুদিন ধরে তাঁদের হুমকি দিচ্ছিলেন। মোটা টাকা দাবি করছিলেন তিনি। এই বিষয়ে পুলিশকে সব জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ কিশোরীর পরিবারের। ইতিমধ্যেই মেয়েকে ফিরে না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন কিশোরীর বাবা।
প্রকাশ্যে দিবালোকে ফিল্মি কায়দায় অপহরণ, উদ্ধার হাড়হিম সিসিটিভি ফুটেজ
Bihar Crime : बिहार के दरभंगा में नाबालिग को किया किडनैप, वारदात CCTV में कैद | Kidnapping pic.twitter.com/MJxqtkqT9r
— News18 India (@News18India) July 31, 2025