হেবেই: প্রবল বন্যার (Flood) জেরে চিনের (China) হেবেই প্রবেশে (Hebei province) এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যুর (dead) খবর পাওয়া গেছে। নিখোঁজ (Missing) রয়েছেন আরও ১৬ জন।
শুক্রবার হেবেই আঞ্চলিক প্রশাসনের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে প্রাকৃতিক বিপর্যয়ের (Natural disaster) জেরে প্রদেশে আনুমানিক ৯৫.৮১১ বিলিয়ন ইয়ানের সম্পত্তি নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বন্যাদুর্গত মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি উদ্ধার কাজ চালাতে গিয়ে যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের মৃত্যুতে আন্তরিকভাবে শোকপ্রকাশ করা হচ্ছে। সাংবাদিক বৈঠকের সময় উপস্থিত প্রশাসনিক কর্তারা মৃতদের আত্মার শান্তিকামনায় কিছুক্ষণ মৌনও থাকেন।
এপ্রসঙ্গে হেবেই প্রদেশের উপরাজ্যপাল জানান, কয়েকদিন ধরে প্রবল ঝড়বৃষ্টির ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে। এর ফলে অনেকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সবরকম চেষ্টা চলছে। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলা করার জন্য চিনের অর্থ ও জরুরি অবস্থা মোকাবিলা মন্ত্রকের তরফে অতিরিক্ত ১.৪৬ বিলিয়ন ইয়ান বরাদ্দ করেছে। আরও পড়ুন: Russia-Ukraine War: মস্কোতে আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন, দেখুন ভয়াবহ ভিডিয়ো
China: 29 dead, 16 missing after flood hits Hebei province
Read @ANI Story | https://t.co/UoqsD6tH0G#China #Floods #Hebei pic.twitter.com/FfVS0s36IQ
— ANI Digital (@ani_digital) August 11, 2023