প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ সরকারি (Government) আধিকারিককে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh )। অভিযোগ, ১৯ বছর বয়সী এক কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে। পাশাপাশি আর এক সরকারি কর্মী লিকওয়াং লোওয়াংয়কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

জানা গিয়েছে, মৃত কর্মীর নাম গমচু ইয়েকারকে। আত্মহত্যার আগে সুইসাইড নোটে পোতম ও লোওয়াংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। এরপরই ইয়েকারের বাবা ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন।

যদিও একটি বিবৃতি দিয়ে, পোতম তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

জুনিয়র কর্মীকে হুমকি, সত্য ফাঁস হতেই গ্রেফতার সরকারি কর্মী