নয়াদিল্লিঃ সিনেমাকেও (Cinema)যেন হার মানাবে এ কাণ্ড। পুলিশকে (Police) গুলি করে পালাল ধর্ষণে অভিযুক্ত আপ বিধায়ক(AAP MLA)। মঙ্গলবার সকালে গ্রেফতারির সময় পুলিশ অফিসারদের উপর গুলি চালিয়ে পালায় অভিযুক্ত এমনটাই খবর। জানা গিয়েছে, মঙ্গলাবার সকালে কর্নাল থেকে গ্রেফতার করা হয় পাতিয়ালার সানৌরের আপ বিধায়ক হরমিত পাঠানমাজরাকে(Harmeet Pathanmajra)। তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ ওঠে।
পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল আপ বিধায়ক
অভিযোগ, এক মহিলাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেন আপ বিধায়ক। এমনকী যৌন অত্যাচারের ভিডিয়ো দেখিয়ে ওই মহিলাকে নানাভাবে হুমকি পর্যন্ত দিতেন অভিযুক্ত। ভয় দেখিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আনেন নির্যাতিতার। তাঁর অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে আপ বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। আর গ্রেফতারির সময়ই এই ঘটনা ঘটান সানৌরের আপ বিধায়ক। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
গেল না ধরা! ফিল্মি কায়দায় পুলিশকে গুলি করে পালাল ধর্ষণে অভিযুক্ত আপ বিধায়ক
In a shocking turn, a Punjab MLA accused in a rape case escaped police custody after firing at cops and running over a policeman. He and his aides fled in two vehicles — a Scorpio and a Fortuner. Police are in pursuit.#AAPMLA #FleesPoliceCustody #HarmeetPathanmajra #Punjab pic.twitter.com/OJ6zi1HfQT
— Orissa POST Live (@OrissaPOSTLive) September 2, 2025