নয়াদিল্লিঃ উৎসবের আবহে ভয়াবহ দুর্ঘটনা(Accident) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাজি কারখানায় অগ্নিকাণ্ড। পুড়ে ছাইয়া ৬৫ টির বেশি দোকান। সেই সঙ্গে আগুনে পুড়ে শেষ বহু মোটরসাইকেল। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শর্ট সার্কিটের জেরে একটি দোকানে আগুন লাগে ফতেপুর (Fatehpur)অঞ্চলের ওই বাজারে। এরপর আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন। আর সবকটি দোকানে প্রচুর পরিমাণে বাজি মজুত থাকায় দাউ দাউ করে জ্বলতে শুরু করে দোকানগুলি। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। প্রাণ হাতে ছোটাছুটি শুরু করেন ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় দমকলে।
উত্তরপ্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঘটনাস্থলে পৌঁছন তেহপুরের এসপি অনুপ কুমার সিং এবং জেলাশাসক রবীন্দ্র সিং। গোটা ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনায় ফতেহপুরের চিফ ফায়ার অফিসার জয়বীর সিং বলেন, "মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে পুরো বাজার। আগুনে পুড়ে যায় প্রায় ৭০ টি দোকান। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুড়ে ছাই দু'টি গাড়ি-সহ বেশ কয়েকটি মোটরসাইকেল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।"
উৎসবের আবহে বিপত্তি! আগুনে পুড়ে ছাই গোটা বাজার
A huge fire broke out at a temporary firecracker market in Uttar Pradesh’s Fatehpur on Sunday, gutting more than 65 shops and destroying dozens of two-wheelers#Firecrackers #Fatehpur #UttarPradesh #Fire https://t.co/JYHl3hZZnT pic.twitter.com/Py7UHybNXo
— News18 (@CNNnews18) October 19, 2025