Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ বাসন দিয়ে মেরে বাবাকে(Father) খুনের (Murder) অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে গুরুতর আঘাতের জেরে হাসপাতালে(Hospital) মৃত্যু বাবার ঘটনাটি ঘটেছে দিল্লিতে ইতিমধ্যেই পুলিশের জালে ধৃত মেয়ে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম অনু বয়স ৩২ অবিবাহিত বাবা-মায়ের সঙ্গেই থাকত সে অনুর ভাই শিবম তাঁর মায়ের অভিযোগ, মাঝেমধ্যেই মেয়েকে নিয়ে সংসারে অশান্তি হত বিশেষ করে বাবা-মেয়ের মধ্যে বচসা লাগত এদিনও তাই- হয়েছিল বচসা চরমে পৌঁছলে বাবার মাথায় ভারী বাসন দিয়ে আঘাত করে অনু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বাবা এরপর তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন ছেলে শিবম কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসকেরা ৫৫ বছরের ওই ব্যক্তিতে মৃত বলে ঘোষণা করে এরপরই অনুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে শিবম তাঁর মা তাঁদের অভিযোগের ভিত্তিতে অনুকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তার বয়ানে অসংগতি মেলায় তাকে পরে গ্রেফতার করা হয় বর্তমানে সংশোধনাগারে রাখা হয়েছে তাকে অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

বাসন দিয়ে মাথায় আঘাত, পরিবারের সামনে বাবাকে খুন মেয়ের