নয়াদিল্লিঃ এক ঝটকায় সব স্বপ্ন (Dream) ভেঙে চুরমার। অন্যত্র বিয়ে করে নিতে চলেছে প্রেমিকা(Girlfriend)। এই খবরটা সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ তরুণের। পরিবার ও প্রতিবেশীদের সামনেই জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণ।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অনুপশহরে। মৃত তরুণের নাম সাজিদ। বয়সস মাত্র ২২। অনুপশহরের সিরাউরা গ্রামের বাসিন্দা তিনি। ওই এলাকারই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু সম্প্রতি প্রেমিকার বাড়ি থেকে অন্যত্র বিয়ে ঠিক করে। এই খবর কানে আসতেই মানসিকভাবে ভেঙে পড়েন সাজিদ। কোনওভাবে এই বিয়ে রুখতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিয়ে আটকাতে না পারায় নিজেকে আর সামলাতে পারেননি তিনি। গ্রামের মধ্যে অবস্থিত উঁচু জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দেন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে।
অন্যদিকে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রুজু করা হয়েছে মামলা। শুধুই কি প্রেমের সম্পর্কের জের নাকি এই আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে তা খুঁজে বের করা চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
UP : बुलंदशहर में 22 साल के युवक ने प्रेमिका की शाद तय होने की खबर सुनकर पानी की टंकी से कूदकर अपनी जान दे दी
◆ युवक साजिद को अस्पताल में भर्ती कराया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया
◆ पुलिस शव को कब्जे में लेकर मामले की जांच कर रही है#UttarPradesh | Bulandshahr… pic.twitter.com/cqqIn6opWc
— News24 (@news24tvchannel) October 15, 2025