নয়াদিল্লিঃ ফের গুলির (Fire) শব্দে কাঁপল জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)। সেনা-জঙ্গি (Terrorist) লড়াইয়ে নিকেশ ১ জঙ্গি। পাল্টা জঙ্গিদের গুলিতে আহত ২ সেনা জওয়ান। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রীনগর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এখনও অভিযান জারি বলে সূত্রের খবর।
এদিন সকাল গোপন সূত্রে খবর পেয়ে কুলগামে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। ঘিরে ফেলা হয় জঙ্গিদের আস্তানা। বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গির দল। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে নিকেশ হয় ১ জঙ্গি। সোশ্যাল মিডিয়া এক্সে জম্মু কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, "গোয়েন্দার তথ্যের ভিত্তিতে শ্রীনগরের কুলগামের গুদ্দার জঙ্গলে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। এই অভিযানে জঙ্গি ঘাঁটিগুলি ঘিরে ফেলা হয়। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। দু'পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। এই অভিযানে ২ জঙ্গি খতম হয়েছে। আহত হয়েছেন ১ জুনিয়র কমিশনড অফিসার ও ২ সেনা জওয়ান।"
গুলির শব্দে ঘুম ভাঙল কাশ্মীরের, নিকেশ ১ জঙ্গি, আহত ৩ সেনা জওয়ান
Kulgam Encounter: One Terrorist Killed, JCO Injured, Operation Continues pic.twitter.com/dBQJ6W89hy
— Daily Excelsior (@DailyExcelsior1) September 8, 2025