প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ জন্মাষ্টমীতে (Janmashtami) মুম্বইয়ে (Mumbai) দুর্ঘটনা 'দহি হান্ডি' উৎসবে বিপত্তিদহি হান্ডি(Dahi Handi)’ বাঁধার সময় বড়সড় দুর্ঘটনা আর এই দুর্ঘটনার জেরে মৃত্যু জনের আহত ৯৫ জন ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের উত্তর-পূর্বাঞ্চলের মানখুর্দে সেখানেই জন্মাষ্টমী উপলক্ষে 'দহি হান্ডি' বাঁধার অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গিয়েছে, এদিন সেখানে 'দহি হান্ডি’ বাঁধতে' গিয়ে উঁচু থেকে পড়ে যান এক যুবক তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জগমোহন শিবকিরণ চৌধুরী। বাড়ির দোতলার জানলার গ্রিল থেকে 'দহি হান্ডি' বাঁধার সময় দুর্ঘটনার সম্মুখীন হন তিনি

জন্মাষ্টমীতে মুম্বইয়ে বিপত্তি, মৃত ২, আহত ৯৫

অন্যদিকে আন্ধেরি পূর্বের আদর্শ নগর এলাকায় মৃত্যু হয়েছে এক কিশোরের 'দহি হান্ডি’ উৎসবে যোগ দিতে আসার সময়ই অজ্ঞান হয়ে পড়ে ওই কিশোর পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মুম্বই প্রশাসন সূত্রে খবর, জন্মাষ্টমীর দিনভর মুম্বইয়ে 'দহি হান্ডি’ উৎসব চলাকালীন ৯৫ জন আহত হয়েছেন যার মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক প্রাথমিক চিকিৎসার পর ৭৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন

 জন্মাষ্টমীতে বিপত্তি, দইয়ের হাঁড়ি বাঁধতে গিয়ে মৃত্যু ২ জনের, আহত ৯৫ জন

 

দহি হ