নয়াদিল্লিঃ খোদ রাজধানীর (Capital)বুকে ফের বিলাসবহুল গাড়ির(Car) দৌরাত্ম। ফুটপাথে (Footpath) ঘুমিয়ে থাকা মানুষজনকে পিষে দিল গাড়ি। গুরুতর জখম আট বছরের শিশু-সহ পাঁচজন। গ্রেফতার মদ্যপ চালক(Drunk Driver)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৯ জুলাই। রাত ১.৪৫ নাগাদ আচমকাই বসন্ত বিহারের রাস্তার ধারে ফুটপাথে উঠে পড়ে একটি বিলাসবহুল 'অডি।' তদন্তে নেমে জানা যায়, চালকের নাম উৎসব শেখর। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। আচমকাই গাড়ি নিয়ে ফুটপাথে উঠে যান তিনি।
দিল্লিতে হিট অ্যান্ড রানের ঘটনা, গাড়ি্র তলায় পিষে গেলেন ৫ জন
সেই সময় সেখানেই ঘুমিয়ে ছিলেন লাধি, তাঁর ৮ বছরের শিশুকন্যা, স্বামী সাবামি। এছাড়াও ছিলেন রাম চান্দার ও নারায়ণী নামে এক দম্পতি। এই ঘটনায় গুরুতর আহত হন প্রত্যেকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের মতে, তীব্র গতিতে ছিল গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে গাড়িটি। সেখান থেকে পালানোর চেষ্টা করলেও অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাঁরাই তাঁকে পুলিশের হাতে তুলে দেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
দিল্লিতে হিট অ্যান্ড রান, রাতের অন্ধকারে ফুটপাথে শুয়ে থাকা পাঁচজনকে পিষে দিল বিলাসবহুল গাড়ি
Delhi Audi Accident: Luxury Car Runs Over 5 People Sleeping on Footpath in Vasant Vihar, Driver Held #Delhi #AudiAccident #VasantVihar
— LatestLY (@latestly) July 12, 2025
Read: https://t.co/n6TxfxviCF
— LatestLY (@latestly) July 12, 2025