নবি মুম্বই, ২৩ জানুয়ারি: মুম্বইয়ে (Mumbai) ফের ধর্ষণের (Rape) ঘটনা। শনিবার রাতে ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে দুই নাবালককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। পরে আরও দুই অভিযুক্তকেও ধরে ফেলে পুলিশ। এক অভিযুক্ত মদ্যপ ছিল বলে জানা গিয়েছে। রাতে ক্যাটারিংয়ের কাজ সেরে ১৯ বছরের সেই যুবতী বাড়ি ফিরছিল। দুই নাবালক তার কাছে এসে কাজ নিয়ে কথা বলতে চাইলে সে কথা বলতে অস্বীকার করে।
এরপর ওই দুই নাবালক সহ চারজন মেয়েটিকে জোর করে ধরে বস্তিতে নিয়ে যায়। এবং তারপর গণধর্ষণের পর চারজনে চার জায়গায় পালিয়ে যায়। মেয়েটি এরপর থানায় গিয়ে সব ঘটনা জানায়। আরও পড়ুন: অরুণাচল থেকে 'নিখোঁজ' ভারতীয় যুবকের খোঁজ পেয়েছে চিন, জানাল ভারতীয় সেনা
পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের ধরার প্রক্রিয়া শুরু করে। নবি মু্ম্বইয়ের গোবান্দি থেকে দুই নাবালককে গ্রেফতার করে শিবাজিনগর থানার পুলিশ। চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্তরা দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।