নয়াদিল্লি: বুধবার আইনজীবীদের মধ্যে তর্কাতর্কির জেরে গুলি চালানোর ঘটনা (Tis Hazari firing incident) ঘটে দিল্লির (Delhi) তিস হাজারি আদালতে (Tis Hazari court)। এই ঘটনায় ধৃত তিন আইনজীবী আমন সিং (Aman Singh), শচীন সাঙ্গওয়ান (Sachin Sangwan) ও রবি গুপ্তাকে (Ravi Gupta)।
Tis Hazari firing incident in Delhi | Metropolitan magistrate of Tis Hazari court remands three accused to four-day police custody. https://t.co/gA8vwWVbVN
— ANI (@ANI) July 6, 2023
বৃহস্পতিবার তিস হাজারি আদালতের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের (Metropolitan magistrate) এজলাসে হাজির করা হয়েছিল। বিচারক ধৃতদের চারদিনের জন্য পুলিশ হেফাজতে (police custody) পাঠানোর নির্দেশ দেন। ধৃতদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল (country-made firearms) ও কার্তুজ (ammunition) বাজেয়াপ্ত (seized) করা হয়েছে। আরও পড়ুন: Ladakh: কর্মরত ও অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে ভারত মাতা কী জয় স্লোগান দিচ্ছেন নৌ-সেনা প্রধান, লাদাখের ভিডিয়ো
Firing incident at Delhi's Tis Hazari court: Three arrested accused - Adv. Aman Singh, Sachin Sangwan and Ravi Gupta- remanded to four-day police custody. Three country-made firearms & ammunition seized were seized by them
— ANI (@ANI) July 6, 2023