মণিপুরে মহিলার নগ্ন ভিডিয়ো নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। মণিপুরের ঘটনায় এবার মুখ খুলেলন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মণিপুরের ঘটনা মেনে নেওয়া যায় না। মণিপুরের ঘটনা লজ্জাজনক। যে কোনও সভ্য সমাজের পক্ষে মণিপুরের ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘটনা গোটা দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও শক্ত করা যায়, সে বিষয়ে মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
The Manipur incident is something very much shameful for any civilized society; the entire country is feeling ashamed due to this.
I urge all the Chief Ministers to further strengthen the law and order in their states.
- PM @narendramodi pic.twitter.com/c2IiO9DEIu
— BJP (@BJP4India) July 20, 2023