Mandi Visit by Delhi CM (Photo Credit: X@PTI_News)

দিল্লির মান্ডি গুলির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Delhi CM Rekha Gupta)। তাঁর কথায়, ১০-১৫ বছরে কোনও কাজ হয়নি, দিল্লির সমস্ত মান্ডির অবস্থা খুব খারাপ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও শুক্রবার সকালে উত্তর দিল্লির আজাদপুর মান্ডি পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, "দিল্লির সমস্ত মান্ডির অবস্থা এতটাই খারাপ যে গত ১০-১৫ বছরে এই মান্ডিগুলিতে কোনও কাজ হয়নি। এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তাঘাট, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক সমস্যা রয়েছে, অথচ এখানে বহু মানুষ কাজ করছেন। এখানে কোনও উন্নয়নমূলক কাজ করা হয়নি, আম আদমি পার্টি এটিকে দুর্নীতির কেন্দ্র করে তুলেছে। আজ আমরা মান্ডি পরিদর্শন করছি এবং এটিকে আধুনিকীকরণের পরিকল্পনা করা হবে।"

 

দিল্লির মান্ডি ঘুরে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রীঃ