নয়াদিল্লিঃ নাতনিকে ধর্ষণের (Rape)চেষ্টা। বাধা দিলে ঠাকুমাকে গলা টিপে খুন (Murder) করল ধর্ষক। গত ২৯ জুলাই রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের চেরিতাল এলাকায়। ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রতীক কুশওয়াহ, ওরফে রাহুল। এদিন রাতে আচমকাই ওই বৃদ্ধার বাড়িতে হানা দেয় সে। ঘরের মধ্যে দুই নাতনিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধা। লুকিয়ে ঘরে ঢুকে তাঁর বড় নাতনির উপর ঝাঁপিয়ে পড়ে সে। তাকে বাধা দিতে গেলে বৃদ্ধার উপর চড়াও হয় অভিযুক্ত। বিছানার মধ্যে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে।
ধর্ষণে বাধা দিতে গিয়ে খুন হতে হল বৃদ্ধাকে
ততক্ষণে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে নাবালিকা। এরপরই প্রতীককে ধরে ফেলেন তাঁরা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে নেমে জানা যায়, ওই নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল প্রতীক। তাতে রাজি না হওয়ায় ধর্ষণের পরিকল্পনা করে সে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুন ও পকসো আইনের ধারায় মামলা রুজু হয়েছে।
চোখের সামনে নাতনিকে ধর্ষণ, বাধা দিতে গিয়ে খুন ৭০ বছরের বৃদ্ধা
Jabalpur Shocker: Man Strangles 70-Year-Old Woman to Death After She Tries To Stop Her Granddaughter's Rape in Madhya Pradesh, Booked#Jabalpur #Murder #Rape #Assault #Cherital #MadhyaPradesh
— LatestLY (@latestly) July 31, 2025