Lorry Overturns(ছবিঃX)

নয়াদিল্লিঃ বেঙ্গালুরুতে (Bengaluru)বড়সড় দুর্ঘটনা(Accident) আচমকা দুর্ঘটনার কবলে রিজার্ভ ব্যাঙ্কের কয়েন ভর্তি ট্রাক(Truck) সূত্রের খবর, তাতে ৫৭ লক্ষ টাকার কয়েন ছিল এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে নেলামঙ্গলা তালুকের রায়ার পাল্যা গেটের কাছে ব্যাক করার সময় আচমকা উল্টে যায় ট্রাকটি ব্যাক করার সময় মাটির ঢিবিতে লেগে উল্টে যায় ট্রাকটি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে তোলার ব্যবস্থা করেন ট্রাফিক পুলিশ যদিও এই দুর্ঘটনার জেরে ট্রাকে থাকা কোনও কয়েন খোয়া যায়নি বলেই প্রাথমিকভাবে অনুমান আরবিআই-এর তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এছাড়া রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটায় লুটপাটের কোণও ঘটনা ঘটেনি ফলে সমস্ত কয়েন সুরক্ষিত আছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। 

আচমকা উল্ট গেল ৫৭ লক্ষ টাকার কয়েন ভর্তি ট্রাক, তারপর...?