One Nation One Election Photo Credit: Twitter@Indian_Analyzer

'আব কি বার' মোদী সরকার? না কি ইন্ডিয়া জোটের কপালে ছিড়বে শিকে? দেশে কি ফের আসছে মোদি সরকার? না কি জোটের ছক্কায় ভারতের মসনদ থেকে অক্কা  পাবে মোদী? মঙ্গলবার সকাল থেকে ইভিএম (EVM) খোলার পরই স্পষ্ট হবে এই প্রশ্নগুলোর উত্তর।

গত ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি ৫৪৩টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে উত্তরের কাশ্মীর থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত।  জনগণ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে জানিয়েছে  দিল্লির দরবারে কাকে চায় ভারত।  সকাল ৮ টায় শুরু হবে ভোট গণনা। সেই দিকেই তাকিয়ে এখন তারা ভারত।

দিন ভর, প্রতি মুহূর্তে সারা ভারত থেকে সব কেন্দ্রের খবর আপনার সামনে আনবে এবিপি আনন্দ আর https://bengali.abplive.com/ ।

https://bengali.abplive.com/ - এ ক্লিক করে জানুন প্রতি মুহূর্তের আপডেট ও ফলাফলের বিশ্লষণ। নজর রাখুন নিচের লিঙ্কে ।

ইউটিউব লিঙ্কে ক্লিক করে দেখতে পাবে গণনার খুঁটিনাটি-

খোলা রাখুন এবিপি আনন্দের ফেসবুক পেজ। https://www.facebook.com/abpananda 

আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও পাবেন ফলাফলের আপডেটেড খবর। https://www.instagram.com/abpanandatv 

X হ্যান্ডেলেও সরাসরি পান ভোটের ফলাফল। ক্লিক করুন : https://x.com/abpanandatv