AK Bharti (Photo Credit: ANI/X)

দিল্লি, ১২ মে: পাকিস্তানের (Pakistan) কিরানা পাহাড়ে (Kirana Hilld) কোনওভাবে আঘাত করেনি ভারত। কিরানা হিলসে অর্থাৎ কিরানা পাহাড়ে পাকিস্তানের যে পরমাণু কেন্দ্র রয়েছে, সেখানে ভারতীয় সেনা কোনওভাবে হামলা চালায়নি। এমনই জানানো  হল সোমবারে ডিজিএমওদের সাংবাদিক বৈঠকে। ডিজিএমওদের সাংবাদিক বৈঠকে যখন পাকিস্তানের কিরানা পাহাড় নিয়ে প্রশ্ন করা হয়, সেই সময় এয়ার মার্শাল এ কে ভারতী জানান, কিরানা পাহাড়ে যে পরমাণু কেন্দ্র রয়েছে, সে কথা তাঁরা জানতেন না। তাই তাঁদের এ বিষয়ে জানিয়ে ভাল কাজ করেছেন সাংবাদিকরা। ভারতের তরফে কিরানা হিলসে কোনও ধরনের আঘাত করা হয়নি। তাই পাকিস্তানের যেখানেই কিরানা হিলস থাকুক না কেন, সেখানে ভারত কোনও ধরনের হামলা চালায়নি বলে জানানো হয় ভারতের ডিজিএমওদের তরফে।

আরও পড়ুন: Beware, 7340921702 Being Used By Pakistani Intelligence: সাবধান, পাকিস্তানের নয়া চাল প্রকাশ্যে, ৭৩৪০৯২১৭০২ এই নম্বর ব্যবহার করে ভারতের খবর জানার চেষ্টা পাক গোয়েন্দা কর্মীদের

অর্থাৎ ভারতীয় সেনার তরফে কোনওভাবে পাকিস্তানের কিরানা হিলসে হামলা চালানো হয়নি বলে স্পষ্ট করা হয় আজকের সাংবাদিক বৈঠকে।

পাকিস্তানের সরগোডা জেলায় রয়েছে এই কিরানা হিলস। পাথরে ঘেরা উঁচু পাহাড় পর্বতে ঘেরা কিরানা হিলস। পাকিস্তানের স্থানীয়রা এই কিরানা হিলসকে 'কালো পাহাড়' বলে ডাকেন। সেখানকার পরিস্থিতি এবং পাহাড়ের রংয়ের জন্যই তাকে কালো পাহাড় বলে ডাকা হয় বলে খবর। সারগোডা জেলার রাবওয়ায় রয়েছে সাধারণ মানুষের বসতি। সেই বসতির পাশেই রয়েছে কিরানা হিলস। যেখানে পাকিস্তানের পরমাণু ভান্ডার রয়েছে বলে  খবর। ফলে কিরানা হিলসে ভারতীয় বায়ুসেনা বা সেনা বাহিনীর তরফে কোনও আঘাত করা হয়নি বলে স্পষ্ট জানানো হয় ডিজিএমওদের বৈঠকে।