
Jyoti Malhotra Posed With Alia Bhatt? পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। শনিবার হরিয়ানার হিসার পুলিশ জ্যোতিকে গ্রেফতার করেছে। তাঁকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ এবং সেখানকার হাই প্রোফাইল মানুষের সঙ্গে জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) দেখা করতেন বলেও অভিযোগ উঠেছে। এরই মাঝে খবর ছড়িয়েছে বলিউডের সঙ্গে যোগ ছিল এই পাক গুপ্তচরের। গুঞ্জন, অভিনেত্রী আলি ভাটের (Alia Bhatt) সঙ্গের ছবিও তুলেছেন জ্যোতি।
অভিনেত্রী আলিয়া ভাট এবং তাঁর দিদির সঙ্গে জ্যোতির তোলা ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া ভাট (Alia Bhatt) এবং দিদি পূজা ভাটের (Pooja Bhatt) সঙ্গে পোজ দিয়েছেন জ্যোতি। তবে খতিয়ে দেখে জানা গিয়েছে, আলিয়া এবং পূজার সঙ্গে ওই তরুণী আসলে ইউটিউবার জ্যোতি নন। উনি হলেন সাংবাদিক রানা আয়ুব (Rana Ayyub)
জ্যোতি ননঃ
सब मिले हुये हैं …तार बहुत लंबे हैं #JyotiMalhotra pic.twitter.com/s4xMzxkPAS
— Major Surendra Poonia (@MajorPoonia) May 17, 2025
হরিয়ানাবাসী জ্যোতির সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) আধিকারিকদের এবং পাক হাই কমিশনের সদস্যদের যোগাযোগের একাধিক প্রমাণ মিলেছে। এও জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) কয়েকদিন আগেও জ্যোতি পাকিস্তানে গিয়েছিলেন। সেই সংক্রান্ত প্রমাণও পুলিশের হাতে রয়েছে। তবে জঙ্গি হামলার সঙ্গে ইউটিউবারের প্রত্যক্ষ বা পরোক্ষভেবে কোন যোগ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।