Representational Image (Photo Credits: Pixabay)

ভোপাল, ২০ অগাস্ট: ভালবাসার (Lover) নামে অসভ্যতা। এবার ১৫ বছরের এক কিশোরীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল এক যুবক। প্রেমের নামে ওই কিশোরীর উপর দিয়ে বোলেরো গাড়ি চালিয়ে দেয় ওই যুবক। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনায় (Morena) এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য।

গত রবিবার ওই কিশোরীর প্রেমিক তাকে দেখা করার কথা বলে। কিন্তু ওই কিশোরী দেখা করতে অস্বীকার করে। এরপরই ওই যুবক নিজের প্রেমিকা বলে পরিচয় দেওয়া কিশোরীর উপর দিয়ে বোলেরো গাড়ি চালিয়ে দেয় বলে জানা যায়।

মোরেনার কুরাউলি গ্রামে যখন ওই কিশোরীর উপর দিয়ে বোলেরো গাড়ি চালিয়ে দেয়, সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। ঘটনার পরপরই মোরেনা পুলিশের তরফে মৃতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার ময়নাতদন্ত করা হয়।

কেন ওই যুবক এমন করল?

মৃতের পরিবারের তরফে জানানো হয়, তাঁদের বাড়ির মেয়েকে দীর্ঘদিন ধরে এক যুবক জ্বালাতন করছিল। তাঁদের বাড়ির মেয়ে বার বার তার সঙ্গে দেখা করতে অস্বীকার করছিল। কিন্তু ওই যুবক কোনও কথা শোনেনি। তারপরই হিংসার চোটে ওই যুবক কিশোরীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বলে পরিবারের অভিযোগ।