Jammu And Kashmir: জম্মু কাশ্মীরের DGP-কে গলা চিরে খুন করল জঙ্গিরা, নৃশংস হত্যাকাণ্ডে ভয়ে কাঁপছে উপত্যকা
Jammu Kashmir DGP (Photo Credit: Twitter)

শ্রীনগর, ৪ অক্টোবর:  ফের ভয়াবহ ঘটনা জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)। এবার জম্মু কাশ্মীর জেলের ডিজিপিকে এবার গলা চিরে খুন করল জঙ্গিরা। জম্মু কাশ্মীরের ডিজিপি হেমন্ত কুমার লোহিয়াকে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা। সেই খবর ছড়াতেই ফের নতুন করে আতঙ্ক ছড়ায় উপত্যকায়।

রিপোর্টে প্রকাশ, জম্মু কাশ্মীর থেকে বেশ কিছুটা দূরে অর্থাৎ নির্জন এলাকা হেমন্ত কুমার লোহিয়াকে খুন করে জঙ্গিরা। ৩ অক্টোবর লোহিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। গলা চেরা অবস্থায় উদ্ধার করা হয় লোহিয়াকে। শুধু তাই নয়, হেমন্ত কুমার লোহিয়ার মৃতদেহে বেশ কিছু পোড়া ক্ষতচিহ্নও দেখা যায়।

 

আরও পড়ুন:  J&K: জম্মু কাশ্মীরে খাদে পড়ল বাস, মৃত্যু একজনের, আহত বহু

হেমন্ত কুমার লোহিয়ার গৃহ পরিচারক ইয়াসিরকে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ইয়াসিরের অঙ্গুলি হেলনেই হেমন্ত কুমার লোহিয়াকে নৃশংসভাবে গলা চিরে খুন করা হয়েছে বলে অনুমান জম্মু কাশ্মীর পুলিশের। লস্কর-ই-তইবার (LeT) ভারতীয় সংগঠন অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সই হেমন্ত কুমার লোহিয়াকে খুন করেছে বলে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে।