Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 29, 2025
সর্বশেষ গল্প
6 hours ago

Lottery Sambad Result Today 4 August: আজ বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ ডিয়ার লটারি সংবাদ জানুন অনলাইনে

একের পর এক বিপদে কাহিল হয়ে পড়েছেন। ব্যবসায় ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এমন দুর্ভাগ্য ঢাকতে পশ্চিমবঙ্গ ডিয়ার লটারি কেটেছেন মনের জোরে। আজকাল লটারি (Dear Lottery) বেশ জনপ্রিয়। এখানে রোজই বহু মানুষ লটারি কেনে।

তথ্য Shammi Huda | Aug 04, 2022 12:38 PM IST
A+
A-
Representational Image | Lottery (Photo Credits: Getty Images)

৪ অগাস্ট ২০২২: একের পর এক বিপদে কাহিল হয়ে পড়েছেন। ব্যবসায় ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এমন দুর্ভাগ্য ঢাকতে পশ্চিমবঙ্গ ডিয়ার লটারি কেটেছেন মনের জোরে। আজকাল লটারি (Dear Lottery) বেশ জনপ্রিয়। এখানে রোজই বহু মানুষ লটারি কেনে। ভাগ্যের খেলায় কেউ হয় লাখপতি কেউ বা কোটিপতি। জীবনে এমন সময় আমাদের সবারই আসে, যখন সৌভাগ্য দরজায় অপেক্ষা করে। কিন্তু জীবনে আসা সেই পরম সন্ধিঃক্ষণকে বেশিরভাগ সময়ই চিনতে পারি না আমরা।

তাই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়। অনেকে আবার জীবনের লড়াইয়ে রোজ রোজ হেরে গিয়ে লটারি (Lottrey Sambad Result) পেয়ে লড়াইয়ে ফেরেন। যাঁরা লটারি কাটেন তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন। আজ ৪ অগাস্ট  (August 4)  বৃহস্পতিবারের লটারি সংবাদের ফলাফল অনলাইনে পাবেন lotterysambadresult.in এ। একই সঙ্গে দেখে নিন লাভলক্ষী লটারি সংবাদ রেজাল্ট লাইভ

সারাদিনে তিনবার লটারি খেলার ফল প্রকাশ হয়। একবার সকাল ১টায়, দ্বিতীয়বার বিকেল ৪ টে এবং তৃতীয়টি রাত ৮ টায়। ভাগ্য বদলে যাওয়ার এই সুযোগের সদ্ব্যবহার করতেই পারেন, কে বলে সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করবে না। আজ সিকিম রাজ্য লটারির DEAR PRECIOUS MORNING লটারির ফল প্রকাশ হবে। এটি সিকিমের একটি জনপ্রিয় সাপ্তাহিক লটারি। এই লটারির প্রথম পুরস্কার ১ কোটি টাকা। দ্বিতীয় পুরস্কার ৯ হাজার ও তৃতীয় পুরস্কার ৫০০ টাকা। এছাড়া চতুর্থ পুরস্কার হচ্ছে ২৫০ টাকা। এই পুরস্কারগুলি ছাড়াও, এক হাজার টাকা মূল্যের সান্ত্বনা পুরস্কার রয়েছে।

পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি অজয় DEAR BANGABHUMI BHAGIRATHI-র ফল প্রকাশিত হবে বিকেল ৪টের সময়। এখানে আপনি জানতে পারেন সেই লটারির ফল। এছাড়া নাগাল্যান্ড DEAR FALCON EVENING-র ফল প্রকাশিত হবে রাত ৮টার সময়। প্রতিটি লটারিরই প্রথম পুরস্কার ১ কোটি টাকা। আপনারা যারা এই লটারি কেটেছিলেন, তাঁরা অনলাইনে গিয়ে লটারির ফলাফল দেখতে পারেন। আপনারা এই সাইটে গিয়ে ফলাফল দেখতে পারেন। এছাড়া পিডিএফ ডাউনলোড করতে পারেন।


Show Full Article Share Now