Lottery Sambad Result Today 12 April: আজ মঙ্গলবার ১২ এপ্রিল, পশ্চিমবঙ্গ ডিয়ার লটারি সংবাদ ফলাফল জানুন অনলাইনে
প্রতীকি ছবি

নতুন দিল্লি, ১২ এপ্রিল: ভাগ্য মানুষকে কোথায় কখন নিয়ে যাবে কেউ জানে না। ভাগ্যের খেলায় কেউ রাজা হয়, তো কেউ ফকির। তবে ভাগ্য ফেরাতে পশ্চিমবঙ্গ ডিয়ার লটারির জুড়ি নেই। সেকারণেই ধনী গরিব নির্বিশেষে লটারি (Lottery) বেশ জনপ্রিয়। ভাগ্যের চাকা ঘোরাতে এখানে রোজই বহু মানুষ লটারি কেনেন। কেউ হন লাখপতি কেউ বা কোটিপতি। যারা লটারি কাটেন তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন (Lottery Sambad Result)।

সারাদিনে তিনবার লটারি খেলার I ফল প্রকাশ হয়। একবার সকাল ১১ টা ৫৫ মিনিটে, দ্বিতীয়বার বিকেল ৪ টে এবং তৃতীয়টি রাত ৮ টায়। যেমন ১২ এপ্রিল  (April 12 ) মঙ্গলবারের সিকিম রাজ্য লটারি, পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, নাগাল্যান্ড রাজ্য লটারির ফলাফল দেখতে পারেন অনলাইনে। হয়তো আপনার জন্যেও সেখানে সৌভাগ্য অপেক্ষা করে আছে, কেই বা বলতে পারে।

পশ্চিমবঙ্গে "ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা" (DEAR BANGALAKSHMI TORSHA)-র ফল প্রকাশিত হবে বিকেল ৪টের সময়। এখানে আপনি জানতে পারেন সেই লটারির ফল। এছাড়া নাগাল্যান্ডে "ডিয়ার প্যারোট ইভিনিং" (DEAR PARROT EVENING)-র ফল প্রকাশিত হবে রাত ৮টার সময়। আপনারা যারা এই লটারি কেটেছিলেন, তাঁরা অনলাইনে গিয়ে লটারির ফলাফল দেখতে পারেন। আপনারা এই সাইটে গিয়ে ফলাফল দেখতে পারেন। এছাড়া পিডিএফ ডাউনলোড করতে পারেন।

এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে অংশগ্রহণকারীরা লটারিতে পুরস্কার জিতেছেন তাঁদের টিকিটগুলি অক্ষত অবস্থায় রাখতে হবে। অর্ধেক ছেঁড়া বা পুরোপুরি মাঝখান দিয়ে ছেঁড়া টিকিট গ্রাহ্য হবে না। তাই লটারির টিকিটের বিষয়ে আপনারা যত্নবান হোন। বেশি করে লটারি কাটুন, জিতুন আর আনন্দ।