প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নাসিকে এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তিনি HTT-40 প্রশিক্ষণ বিমানের জন্য আরেকটি নির্মাণ ইউনিটও উদ্ঘাটন করেন। এই যুদ্ধ বিমানগুলো প্রথম উড়ানের সাক্ষী থাকবেন রাজনাথ সিং। এগুলো ভারতীয় বায়ু সেনার শক্তি ও ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করবে। বেঙ্গালুরুতে দুটি নতুন নির্মাণ কেন্দ্রে বছরে ১৬ টি যুদ্ধ বিমান তৈরি হচ্ছে। ১৫০ কোটি টাকা দিয়ে নির্মিত নাসিকের কেন্দ্রটি থেকে বছরে ৮ টি করে বিমানের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
যুদ্ধবিমান তেজস LCA MK1A এর উদ্বোধন করলেন রাজনাথ সিং
Union Defence Minister Rajnath Singh inaugurated HAL’s third production line for the LCA Mk1A Tejas and the second for the HTT-40 aircraft in Nashik, a milestone in India’s journey towards self-reliance in defence manufacturing.
Nashik stands as a true symbol of faith, devotion,… pic.twitter.com/ChFPcVfwJD
— DD News (@DDNewslive) October 17, 2025