Sex/Representational Image (Photo Credit: Pexels)

হায়দরাবাদ, ২৭ জুন: টাকার লোভে এবার জঘন্য কীর্তি করে বসলেন হায়দরাবাদের (Hyderabad) এক দম্পতি। মাত্র ২ হাজার টাকার জন্য স্বামী-স্ত্রী সেক্স (Sex Acts) তাঁরা রেকর্ড করে ফেললেন। সেক্সের লাইভ স্ট্রিমিং চালালেন। যা দেখলেন বহু মানুষ। তবে অর্থের বিনিময়ে। জানা যায়, ওই দম্পতি (Hyderabad Couple) নিজেরা যখন যৌনতায় মেতে ওঠেন, সেই সময় মোবাইলে তা রেকর্ড করে নেন। যে খবর পুলিশ জানতে পেরেই মল্লিকার্জুন নগরের ওই দম্পতির বাড়িতে হাজির হয়। সেখান থেকে উচ্চমানের দামি একটি ক্যামেরা পুলিশ বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে আরও বেশ কিছু জিনিসপত্র পুলিশের হাতে আসে।

আরও পড়ুন: Wife Killed Husband With Help Of Lover: মায়ের প্রেমিকের সঙ্গে প্রেম, বিয়ের পরই স্বামীকে গলা চিরে খুন করাল সদ্য বিবাহিত স্ত্রী, দেহ ছুঁড়ে ফেলল রাস্তার পাশে

গ্রেফতারির পর মল্লিকার্জুন নগরের ওই ব্যক্তির দাবি, অর্থ উপার্জনের জন্যই তাঁরা ওই সব কীর্তি শুরু করেন। পেশায় ক্যাব চালক ওই ব্যক্তিকে পুলিশ বর্তমানে জেরা শুরু করেছে।

পুলিশের কথায়, ওই দম্পতি নিজেদের সেক্স মোবাইল রেকর্ড করে, লাইভ স্ট্রিমিং করে, তা তরুণ, তরুণীদের দিতেন। যাঁরা টাকার বিনিময়ে ওই দম্পতির ভিডিয়ো দেখতে চাইতেন, তাঁদের কাছেই ওই ভিডিয়ো বিক্রি করতেন মল্লিকার্জুন নগরের ওই দম্পতি। লাইভ ভিডিয়ো দেখতে গেলে ২ হাজার টাকা দিতে হত। আর কোনও ক্লিপস নিতে গেলে ৫০০ টাকা দিতে হত বলে জেরায় স্বীকার করেন ধৃত দম্পতি।

এইইডি ক্যামেরার সামনে নিজেরা সেক্স করতেন ওই দম্পতি। তবে মুখে মুখোশ পরে। কেউ যাতে তাঁদের চিনতে না পারে, তার জন্যই মুখোশ পরে তাঁরা কুকীর্তি শুরু করেন বলে পুলিশ সূত্রে খবর।

বৃহস্পতিবার মল্লিকার্জুন নগর থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাঁদের বাড়িঘরের তল্লাশি শুরু করেছে পুলিশ।