Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ৭ অগাস্ট: প্রকাশ্য রাস্তায় হস্তমৈথুন (Masturbating)। প্রকাশ্য রাস্তায় হস্তমৈথুনের অভিযোগ করলেন এক মডেল (Model), ইনফ্লুয়েন্সার। শুধু অভিযোগই নয়, গোটা ঘটনার ভিডিয়ো (Video) তিনি রেকর্ড করলেন নিজের মোবাইলে। শুনতে অবাক লাগলেও, এবার এমনই একটি দুঃসাহসিক ঘটনা ঘটে গেল গুরুগ্রামে (Gurugram)। যেখানে এক মডেল, ইনফ্লুয়েন্সারকে দেখে হস্তমৈথুন শুরু করে এক যুবক। দুঃসাহসিকভাবে ওই যুবক রাস্তার উপর  হস্তমৈথুন করতে থাকে। ওই ঘটনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মডেল, ইনফ্লুয়েন্সার পুলিশকে ফোন করে। সেই সঙ্গে মহিলার হেল্পলাইনেও তিনি ফোন করেন। তারপরই দায়ের করা হয় এফআইআর। সংশ্লষ্ট যুবকের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর ওই মহিলা সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন।

গত ২ অগাস্ট কী হয় 

গুরুগ্রামের বাসিন্দা সোনি সিং গত ২ অগাস্ট জয়পুর থেকে ফিরছিলেন। তিনি রাজীব চকে নেমে যান গুরুগ্রামের।  রাজীব চক থেকে ক্যাব নিয়ে বাড়িতে ফিরবেন বলে স্থির করেন। ওই সময় সোনির কাছে এক যুবক যায়। ক্রমাগত সে সোনি সিংয়ের দিকে তাকাচ্ছিল। তাঁর চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। এরপর  হঠাৎ করে ওই যুবক নিজের প্যান্টের চেন খুলে ফেলে এবং সোনি সিংয়ের সামনে দাঁড়িয়েই হস্তমৈথুন শুরু করে বলে অভিযোগ মডেল, ইনফ্লুয়েন্সারের।

ক্রমাগত সোনির সামনে দাঁড়িয়ে ওই যুবক হস্তমৈথুন চালিয়ে যায়। সোনির  অসুবিধা হচ্ছে দেখেও নিজের কাজ সে সমানে চালিয়ে যায়। ফলে রাজীব চকে দাঁড়িয়ে কয়েক মিনিটের জন্য সোনি সিং নিজেকে অসহায় বলে মনে করতে শুরু করেন। এমন কথাও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। তবে সোনি সিং ভয় পেলেও, তা বাড়তে দেননি। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ফোন করেন এবং মহিলা হেল্পলাইনেও করেন ফোন।

এরপর ক্যাব হাজির হতেই সোনি বাড়ি ফিরে যান বলে জানান। বাড়িতে পৌঁছেই গোটা ঘটনার কথা তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। তিনি লেখেন, ওই যুবকের কীর্তি দেখে কয়েক মুহূর্তের জন্য তিনি অসহায়বোধ করছিলেন। দিনের আলোয় কীভাবে একজন মহিলার সঙ্গে এভাবে অসভ্যতামি করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন সোনি সিং। কোনও জায়গাই বর্তমানে মহিলাদের জন্য নিরাপদ নয় বলেও মন্তব্য করতে শোনা যায় সোনি সিংকে।