Girls Fight (Photo Credit: X/Screengrab)

সোশ্যাল মিডিয়ায় (Social Media) এবার ভাইরাল হল (Viral) মেয়েদের মারপিট (Girls Fight)। চড়, লাথি, ঘুঁষি, একের পর এক উড় আসতে শুরু করে এক একজনের উপর লক্ষ্য করে। প্রকাশ্য রাস্তায় মেয়েদের এই মারপিটের ছবি ভাইরাল হতে শুরু করেছে। যেখানে একে অপরকে প্রবলভাবে মারতে দেখা যায়। কী কারণে মেয়েদের গ্রুপের মধ্যে মারপিট শুরু হয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে যেভাবে এবং যে গতিতে মহিলারা একে অপরকে পেটাতে শুরু করেন,  তা দেখে অবাক হয়ে যান অনেকেই। নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ের সামনে এমন দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়ে যায়।

দেখুন মহিলাদের ভয়াবহ মারপিটের ছবি...