নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় কিলোগ্রাম কোকেন সহ ভারতীয় বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে আটক করল সিবিআই। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম অশোক কুমার। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গুপ্তচরদের একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছিল অভিযুক্ত ব্যক্তি ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট 6E 1308 তে দোহা থেকে আসছেন।তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করে সিবিআই। দুটি নরম খেলনার ভিতরে ২৭০টি ক্যাপসুলে লুকিয়ে রাখা হয়েছিল কোকেন, যার মূল্য ৩০ কোটি টাকা বলে অনুমান করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাঁরা জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল থেকেও এ বিষয়ে গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছিল.
সিবিআই নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 6 কেজি কোকেনের চালান সহ ভারতীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক অশোক কুমারকে আটক করেছে৷ কুমার ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট 6E 1308 তে দোহা থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন। কোকেন, দুটি নরম খেলনার ভিতরে 270টি ক্যাপসুলে লুকিয়ে রাখা হয়েছিল, যার মূল্য প্রায় 30 কোটি। পরিদর্শন সময় আবিষ্কৃত হয়. কুমারকে আটক করা হয়েছে, এবং আরও তদন্ত চলছে।
The CBI intercepted Ashok Kumar, a German national of Indian origin, with a consignment of approximately 6kg of cocaine at Indira Gandhi International Airport, New Delhi. Kumar was traveling on Indigo Airlines flight 6E 1308 from Doha to New Delhi. The cocaine, concealed in 270… https://t.co/kJJ9G5JTX0 pic.twitter.com/tqhVAIVTNr
— Mitalli Chandola 🇮🇳 (@journomitalli1) July 26, 2024
CBI has intercepted one German national of Indian origin with a consignment of approximately six kilogrammes of cocaine at Indira Gandhi International Airport in New Delhi. CBI said that the accused was travelling from Doha to New Delhi.
— All India Radio News (@airnewsalerts) July 26, 2024