প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

জাঞ্জগীর-চম্পা: সামান্য কথা কাটাকাটির জেরে তিন নাবালিকা মেয়ে (Minor children)-সহ স্ত্রীকে (Wife) খুন করল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) জাঞ্জগীর-চম্পা জেলায় (Janjgir-Champa district)। প্রথমে খুন করে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার জাঞ্জগীর-চম্পা জেলার পুলিশ সুপার বিজয় আগরওয়াল জানান, গতকাল রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে বালোদা পুলিশ স্টেশনের (Baloda police station) অন্তর্গত পানতোড়া (Pantora) গ্রামে।

প্রাথমিক তদন্তের (Preliminary investigation) ফলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম দেশরাজ কাশ্যপ। সামান্য কথা কাটাকাটির পর সে বুধবার রাতে স্ত্রী মোঙ্গরা (৪০) ও তিন নাবালিকা পুজা (১৬), ভাগ্যলক্ষ্মী (১০) ও যাচনা (৬)-কে খুন করে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত পরে তাকে গ্রেফতার করা হয়।

ধৃতকে জেরা করে জানা গেছে গত কয়েক বছর ধরে তার মানসিক রোগের চিকিৎসা (Psychological treatment) চলছে। আরও পড়ুন: Rajasthan Shocker: কিশোরী কন্যাকে গণধর্ষণের পর দেহ পুড়িয়ে দেওয়া হল কয়লার চুল্লিতে, ভয়াবহ ঘটনা