মুম্বই, ২৭ অক্টোবর: Stampede at Mumbai’s Bandra Railway Station: ভিড়ের জন্য 'কুখ্যাত'মুম্বইয়ের ট্রেন পরিষেবায় উতসবের আবহে সেখানকার রেলস্টেশনগুলিতে বাড়ছে ভিড়। আর অত্যধিক ভিড়ের চাপে রবিবার সকালে বান্দ্রা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় ৯ জন গুরুতর জখম হলেন। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনার পর নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। মুম্বই ও মুম্বই শহরতলীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা বন্ধ করল রেল।
যে সব স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ করল মধ্য রেলওয়ে সেগুলি হল - ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, দাদর, লোকমান্য তিলক টার্মিনাস, থানে, কল্যাণ, পুণে ও নাগপুর। দিওয়ালি ও ছটপুজোর ভিড়ের কথা মাথায় রেখে আজ থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের এই কটি জনবহুল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হল। শুধুমাত্র অসুস্থ ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে।
যে সব স্টেশনে বন্ধ প্ল্যাটফর্ম টিকিট
Central Railway has imposed temporary restrictions on the sale of platform tickets at select major stations including Chhatrapati Shivaji Maharaj Terminus, Dadar, Lokmanya Tilak Terminus, Thane, Kalyan, Pune, Nagpur. This step aims to manage crowding on platforms and ensure…
— ANI (@ANI) October 27, 2024
রেলকর্মী, নথিভুক্ত হকার, কুলির আর ট্রেনে যাতায়াতকারী ছাড়া এইসব স্টেশনগুলিতে আর কেউ স্টেশনে যেতে পারবেন না।