নয়াদিল্লিঃ দূরপাল্লার ট্রেনে (Train) হাড়হিম করা ঘটনা। ট্রেনের শৌচালয় থেকে উদ্ধার ছয় বছরের শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কুর্লায় লোকমান্য তিলক টার্মিনাসে। শনিবার কুশীনগর এক্সপ্রেসের (Mumbai Kushinagar Express) একটি কামরার শৌচাগার থেকে উদ্ধার হয় ওই শিশুর দেহ। পুলিশ সূত্রে খবর, এসি কোচের শৌচাগারের ডাস্টবিন থেকে উদ্ধার হয় মৃতদেহটি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ট্রেনের ডাস্টবিন থেকে উদ্ধার শিশুর দেহ
তদন্তে নেমে জানা গিয়েছে, গুজরাটের সুরাট থেকে অপহরণ করা হয়েছিল ওই শিশুকে। এরপর তাকে নাসিকে নিয়ে যাওয়া হয়। তারপর ওই শিশুকে নিয়ে মুম্বই যাওয়ার জন্য কুশীনগর এক্সপ্রেসে চাপে আততায়ীরা। পুলিশের সন্দেহ, ট্রেনের কামরাতেই শিশুকে খুন করা হয়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে শিশুর পরিবারকে। শিশুর পরিবারের অভিযোগ, এই ঘটনায় পরিচিত কেউ যুক্ত। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ।
দূরপাল্লার ট্রেনে চাঞ্চল্য, কামরা থেকে উদ্ধার ৬ বছরের শিশুর দেহ
मुंबई-कुशीनगर एक्सप्रेस के AC कोच के टॉयलेट में मिली 6 साल के बच्चे की लाश; डस्टबिन में ठूंस फरार हुआ हत्यारा; मचा हड़कंप#MumbaiTrainMurder #ChildAbuseCase #ChildMurderMystery #GRPInvestigation #RailwayCrimeBranch #JusticeForChild https://t.co/HP981Lnb2Y
— Nidhi Mudgill (Republic TV) (@nidhimudgill) August 23, 2025