প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ প্রেমিকার (Girlfriend) প্ররোচনায় স্ত্রীকে খুন(Murder) ঘটনার মোড় ঘোরানোর চেষ্ট করেও অসফল বিজেপি নেতা(BJP Leader) অবশেষে স্ত্রীকে খুনের দায়ে তাকে গ্রেফতার করল পুলিশ গ্রেফতার প্রেমিকাও ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমিরে অভিযুক্ত নেতার নাম রোহিত সাইনি আজমিরের কিষাণগড়ের বাসিন্দা সে গত ১০ অগস্ট ছিনতাইয়ের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয় সে পুলিশকে সে জানায় =, ১০ অগস্ট রাখি পূর্ণিমার দিন নিজের গ্রাম রালাভাতাতে গিয়েছিল রোহিত তার স্ত্রী সঞ্জু সাইনি সেখান থেকে স্ত্রী সঞ্জুর ভাইয়ের বাড়ি সিলোরা গ্রামের উদ্দেশে রওনা দেয় তারা

স্ত্রীকে খুন স্বামীর, গ্রেফতার ২

রোহিতের দাবি, পথে ছিনতাইবাজদের কবলে পড়ে তারা জিনিসপত্র লুট করে স্ত্রী সঞ্জুকে হত্যা করে তারা,এমনটাই অভিযোগ করে রোহিত তাকেও মারধর করা হয় বলে দাবি করতে থাকে তবে রোহিতের শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকায় সন্দেহ হয় পুলিশের তদন্তে নেমে জানা যায়, রিতু সাইনি নামে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক য়েছে রোহিতের রিতু কিষাণগড়ের শিবাজি নগরের বাসিন্দা পুলিশ জানতে পারে, ছিনতাইয়ের ঘটনা আসলে পুলিশের চোখে ধুলো দেওয়ার ছক ছাড়া আর কিছু না প্রেমিকা রিতুর প্ররোচনায় স্ত্রীকে খুন করেছে রোহিত স্ত্রীকে হত্যার পর মোবাইল, ঘড়ি, পার্স , গয়না নিয়ে পালায় রোহিত পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে নেয় রোহিত

প্রেমিকার প্ররোচনায় স্ত্রীকে খুন, গ্রেফতার বিজেপি নেতা