নয়াদিল্লিঃ পুনের (Pune) শিকরাপুর-তালেগাঁও হাইওয়ের খালুব্রে চকে ভয়াবহ দুর্ঘটনা(Road Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে (Bike)ধাক্কা। কন্টেইনারের চাকায় পিষে মৃত্যু বাইকআরোহীর। গুরুতর জখম বাইক চালক। জানা গিয়েছে, মৃত যুবক পেশায় এইচআর। মাত্র তিনমাস আগে তাঁর বিয়ে হয়। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুনেতে ভয়াবহ দুর্ঘটনা, উদ্ধার সিসিটিভি ফুটেজ
জানা গিয়েছে, মৃতের নাম গজানন বাবুরাও বলকেকর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আদিত্য গায়কোয়াড় নামে বাইক চালক। রবিবার সকাল ৭ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। আর এর মধ্যেই উচ্চ গতিতে বেপরোয়াভাবে এগিয়ে আসছিল কন্টেইনারটি। কন্টেইনার চালক ওভারটেক করার চেষ্টা করার সময় বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাইকের পিছনে বসা গজানন বলকেকর কন্টেইনারের পিছনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ল্পের জন্য প্রাণে বেঁচে যান বাইক চালক। ইতিমধ্যেই কন্টেইনার চালককে গ্রেফতার করেছে মাহলুঙ্গে থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত চালকের নাম মহম্মদ আরমান খান। ধারাভির বাসিন্দা।
মাত্র তিনমাস আগে বিয়ে, পথ দুর্ঘটনায় প্রাণ গেল এইচআরের
#Pune : दुचाकी घसरली अन् ट्रेलरखाली येऊन HR चा अंत, 3 महिन्यांपूर्वी झालेलं लग्न; पुण्यातील थरारक अपघाताचा VIDEO#PuneAccident #PuneLive #PuneNews pic.twitter.com/oszZNM7Ixt
— Maharashtra Times (@mataonline) July 14, 2025