নয়াদিল্লিঃ বেঙ্গালুরুর (Bengaluru) পিজিতে (PG) ভয়ঙ্কর ঘটনা। ঘরের মধ্যে তরুণীকে শ্লীলতাহানি। লুট করা হল দু'টি ফোন, টাকা ও সোনার গয়না। মাথায় ছুরি ঠেকিয়ে লুট করা হল জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি পিজিতে। জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে ওই পিজিতে থাকা শুরু করেন ওই মহিলা। পেশায় ইঞ্জিনিয়ার ওই তরুণী। এদিন অফিস থেকে ফিরে নিজের ঘরেই ছিলেন ওই তরুণী। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলতেই তাঁর ঘরে প্রবেশ করে এক যুবক। ঘরে ঢুকে ওই তরুণীর শ্লীলতাহানি করে সে। এরপর তাঁর থেকে টাকা পয়সা চাওয়া হয়। হাত থেকে টেনে খুলে নেওয়া হয় সোনার চুরি। বিছানার উপরেই ছিল ওই তরুণীর ব্যাগ। সেখান থেকে টাকা বের করতে শুরু করে ওই ব্যক্তি। এই ফাঁকে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন ওই তরুণী। অ্যালার্ম বাজিয়ে দেন। পরিস্থিতি বেগতিক বুঝে দু'টি দামী ফোন, টাকাপয়সা ও সোনার চুরি নিয়ে পালায় ওই ব্যক্তি। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
পিজিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, ঘরে ঢুকে সোনার চুরি, টাকা ও মোবাইল লুট
Bengaluru Engineer, 30, Robbed, Molested At Knifepoint In PG Accommodationhttps://t.co/LINitAoQL0 pic.twitter.com/vtbRQnpZ0x
— NDTV (@ndtv) August 13, 2025